জামালপুরে উদীচী জেলা সংসদের সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরে উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সম্মেলন উদ্বোধন উপলক্ষে প্রদীপ জ্বালানো হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘শ্রেণিভেদ ভাঙ্গি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের পঞ্চদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৭ মে সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ সম্মেলনের উদ্বোধন করেন কবি ও সাংবাদিক আলী জহির।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন।

জামালপুরে উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সম্মেলন উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

উদ্বোধন শেষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

উদীচী জামালপুর জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালের সভাপতিত্বে ও সহ-সভাপতি সন্তোষ কুমার রাজভরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আব্দুস সালাম রিপন, সাংগঠনিক সম্পাদক অঙ্কন নাগ, সদস্য সারওয়ার কামাল রবিন প্রমুখ।

বক্তারা সুস্থ্য ধারার সংস্কৃতি চর্চার মাধ্যমে বাংলাদেশ থেকে সকল অপসংস্কৃতি দূর করতে সকলের প্রতি আহ্বান জানান।