আনসারী ফাউন্ডেশনের ঈদ উপহার পেলো হতদরিদ্র পরিবার

হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ছবি:সাইমুম সাব্বির শোভন

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডকটম: জামালপুরে আনসারী ফাউন্ডেশনের ঈদ উপহার পেলো হত দরিদ্র পরিবার। ১ মে বেলা ১২টার দিকে জামালপুর শহরের আনসারী সড়ক এলাকার আনসারী বাড়িতে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন- আনসারী ফাউন্ডেশন এর সহ-প্রতিষ্ঠাতা অভিক আনসারী, সাংবাদিক ও কবি সাযযাদ আনসারী, জামালপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য অনিক রহমান, আনসারী ফাউন্ডেশনের সদস্য অমি আনসারী, মিরান আনসারী, মুন আনসারী, রাফিউদ্দিন সজলসহ আনসারী ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

ঈদ উপহারে চাল, সেমাই, চিনি, দুধ, তেল, লবণ ছাড়াও নগদ টাকা দেওয়া হয়।

হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ছবি:সাইমুম সাব্বির শোভন

ঈদ উপহার পেয়ে হত দরিদ্র জমেলা বেগম বলেন, “বাবা আনসারী সাহেবদের দয়ায় এই বারের ঈদটা ভালো মতো করতে পারমু। সারা রোজার মাস খুব চিন্তায় আছিলাম যে কেমনে ঈদটা করমু। এহন আর কোনো চিন্তা নাই।”

ঈদ উপহার পেয়ে হত দরিদ্র সালেহা বলেন, “ঘরে একটা দানা আছিলো না। আনসারী ফাউন্ডেশনের এই জিনিস পাওয়ার পর এহন আমার বাড়িতে ঈদ হবো। এই সব না পাইলে আমার বাড়িত আর ঈদ হয়তো না।”