প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ৪র্থ ম্যাচে হযরত শাহ জামাল স্কুল ৭ উইকেটে জয়ী

ম্যাচ সেরা আতিকুর রহমানকে ম্যাচ বল উপহার দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

তৌহিদ বিন ইসলাম শুভ, ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় ১৬ এপ্রিল অনুষ্ঠিত চতুর্থ ম্যাচে জামালপুরের হযরত শাহ জামাল (র:) স্কুল এন্ড কলেজ ৭ উইকেটে হারিয়েছে মেলান্দহের রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয় দলকে। জামালপুর জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খেলার শুরুতে টসে জয় লাভ করে রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয়ের অধিনায়ক ইউনুস আলি ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয় সবগুলো উইকেট হারিয়ে ২১.১ বলে সংগ্রহ করে ৬৯ রান। জবাবে অধিনায়ক তাওহীদ হাসানের দল হযরত শাহ জামাল (র.) স্কুল এন্ড কলেজ ১২.৪ বলে তিন উইকেট হারিয়ে পৌঁছে যায় জয়ের লক্ষ্যে। এতে সহজ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে হযরত শাহ জামাল (র.) স্কুল এন্ড কলেজ।

আজকের খেলায় ম্যাচ সেরা খেতাব অর্জন করেন বিজয়ী দলের আতিকুর রহমান। স্কোরার ছিলেন সৌম্য দ্বীপ বসু। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন সতত সত্তম ও আব্দুল মমিন।

এদিকে আগামী ১৮ এপ্রিল নিজেদের শেষ খেলায় অংশগ্রহণ করবে হযরত শাহ জামাল (র.) স্কুল এন্ড কলেজ এবং জামালপুর জিলা স্কুল।

সংক্ষিপ্ত স্কোর:
রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয় : ৬৯/১০ (২১.১ওভার), ব্যাটসম্যান: আলিফ আহমেদ ১৭ (২৭), হাদি অন্তর ১৬(০৯), বোলার : আতিকুর রহমান ১০-০১-৩১-০৭, সোহাগ মিয়া ৭.১-০৩-০৮-০৩।
হযরত শাহ জামাল (র.) স্কুল এন্ড কলেজ: ৭২/০৩ (১১.৪ ওভার), ব্যাটসম্যান : রবিউল ইসলাম ২৪(৩০), উৎস ১৯ (২৭), বোলার : আজিজুর রহমান ০৫-০১-১৩-০২।
ফলাফল: হযরত শাহ জামাল (র.) স্কুল এন্ড কলেজ ৭ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: বিজয়ী দলের আতিকুর রহমান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভলপমেন্ট বিভাগের ব্যবস্থাপনায় এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় জামালপুর জিলা স্কুল, জামালপুরের হযরত শাহ জামাল (র:) স্কুল এন্ড কলেজ, মেলান্দহের রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয় ও মাদারগঞ্জের এ এম পাইলট হাই স্কুল অংশ নিচ্ছে।