বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম সম্মেলন অনুষ্ঠিত

বকশীগঞ্জে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস, জঙ্গিবাদ, সামাজিক সমস্যা নিরসনে মতবিনিময় সভা ইমাম সম্মেলন ১ মার্চ দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

বকশীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বকশীগঞ্জ সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট মিলনায়তনে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোশারফ হোসেনের পরিচালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম, মুফতী মোহাম্মদ আলী, মওলানা আবদুর রাজ্জাক, মওলানা আবদুর রশিদ জাফরী, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ।

ইমাম সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত আলেম ও ইমামগণ অংশগ্রহণ করেন।

সাম্প্রতিক বিষয়সহ সামাজিক সমস্যা সমাধানে ইমামদের ভূমিকা নিয়ে ইমাম সম্মেলনে আলোচনা করা হয়।