পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে শেরপুরে সমষ্টি’র সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু

পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে শেরপুরে সমষ্টি’র সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে পানিতে ডুবে শিশুমৃত্যু রোধ বিষয়ক দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গণমাধ্যম ও উন্নয়ন যোগাযোগ সংগঠন সমষ্টি’র আয়োজনে ২৬ ফেব্রুয়ারি সকালে জেলা শহরের একটি হোটেলে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এর পৃষ্ঠপোষকতা করছে গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটর নামে একটি সংস্থা। প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ।

প্রশিক্ষণে পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে দিবাযত্ন কেন্দ্র চালু, কমিউনিটি সাঁতার প্রশিক্ষণ এবং গভীরতাধর্মী প্রতিবেদন তৈরির কলা-কৌশল শেখানো হয়।

দু’দিনব্যাপী এই প্রশিক্ষণে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জেলার ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।