ঢাকা ১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর আইডিয়াল স্কুল ও কলেজে নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুর সরকারি কলেজে বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর উঠান বৈঠক ঝাউগড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে রক্তের বন্ধন টিকিট কালোবাজারি জামাল গ্রেপ্তার, ৮টি টিকিট জব্দ শেরপুর দোকান মালিক ঐক্য পরিষদের কমিটি গঠিত মাদারগঞ্জে সেচ্ছাসেবকদল নেতার গোয়ালঘরের তালা ভেঙে আটটি গরু চুরি নিরাপদ সড়ক দিবস : জামালপুরে শোভাযাত্রা, পথসভা ও হেলমেট বিতরণ দেওয়ানগঞ্জে মাদরাসাছাত্র হত্যা : দুই আসামিকে আটকাদেশ ইসলামপুরে কাবিখা-কাবিটা প্রকল্পে দুর্নীতির অভিযোগ, কাগজে কলমেই প্রকল্প সীমাবদ্ধ

পাররামরামপুর ইউপি নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করছেন স্বতন্ত্র প্রার্থী সেলিম মিয়া।ছবি: বাংলারচিঠিডটকম

ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করছেন স্বতন্ত্র প্রার্থী সেলিম মিয়া।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে। আগামী ৩১ জানুয়ারী ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইভিএম পদ্ধতিতে পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে জমে উঠেছে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচার-প্রচারণা।

সরকার দলীয় নৌকা প্রতীকের পাশাপাশি ভিন্ন মাত্রায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা তাদের প্রতীকের প্রচার প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তুলে ধরছেন উন্নয়ন।

এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সাথে স্বতন্ত্র প্রার্থীরা ভোট যুদ্ধে অংশ নিচ্ছে।

সরজমিনে ঘুরে দেখা যায়, ভোটারদের মাঝে তেমন উৎসাহ না থাকলেও চায়ের টেবিল, পাড়া-মহল্লায় ও বাড়ি বাড়ি উপস্থিত হয়ে নিজ নিজ উদ্যোগে ভোটারদের মন গলানোর চেষ্টা করছেন সব প্রার্থীরা। কেউ কেউ দলের প্রভাব ও পারিবারিক ঐতিহ্য দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট খুঁজে বেড়াচ্ছেন। তার সমর্থকরা জানান, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সেলিম মিয়ার ব্যাপক গ্রহণযোগ্যতা থাকায় তার নির্বাচন বানচাল করতে প্রতিপক্ষ প্রার্থীরা বিভিন্ন ধরনের অভিযোগ করে আসছে।

আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা ভোট শুরু থেকেই জয়ের ব্যাপারে শতভাগ আশা দেখছে। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থীরাও ভোট যুদ্ধে সুষ্ঠু ভোটে জয়ের ব্যাপারে সবার কড়া নাড়ছে। দলীয় প্রার্থীদের চেয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র প্রার্থীরা।

এদিকে স্বতন্ত্রপ্রার্থী হিসাবে মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন মো. সেলিম মিয়া। বিভিন্ন গ্রামে গণসংযোগকালে এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আমি স্বতন্ত্র চেয়ারম্যান পদে নির্বাচিত হলে পাররামরামপুর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের চেষ্টার পাশাপাশি দারিদ্রমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। তিনি আরও বলেন, চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় করছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ভোট প্রার্থনা করছি। নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত পাররামরামপুর ইউনিয়ন উপহার দেব এলাকাবাসীকে।

উপজেলা নির্বাচন রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, পাররামরামপুর ইউপিতে দলীয় প্রার্থী আমিনুল ইসলাম মন্টু নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী মো. সেলিম মিয়া জে কে (মোটরসাইকেল), শামীম হোসেন তমাল (চশমা), বিএনপি সমর্থিত আবুতালেব (ঘোড়া) ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোতালেব হোসেন (অটোরিকশা) ও শরীফ উদ্দিন আকন্দ (আনারস) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ১৪ জন ও সাধারণ ইউপি সদস্য পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর আইডিয়াল স্কুল ও কলেজে নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

পাররামরামপুর ইউপি নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

আপডেট সময় ০৯:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করছেন স্বতন্ত্র প্রার্থী সেলিম মিয়া।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে। আগামী ৩১ জানুয়ারী ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইভিএম পদ্ধতিতে পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে জমে উঠেছে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচার-প্রচারণা।

সরকার দলীয় নৌকা প্রতীকের পাশাপাশি ভিন্ন মাত্রায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা তাদের প্রতীকের প্রচার প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তুলে ধরছেন উন্নয়ন।

এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সাথে স্বতন্ত্র প্রার্থীরা ভোট যুদ্ধে অংশ নিচ্ছে।

সরজমিনে ঘুরে দেখা যায়, ভোটারদের মাঝে তেমন উৎসাহ না থাকলেও চায়ের টেবিল, পাড়া-মহল্লায় ও বাড়ি বাড়ি উপস্থিত হয়ে নিজ নিজ উদ্যোগে ভোটারদের মন গলানোর চেষ্টা করছেন সব প্রার্থীরা। কেউ কেউ দলের প্রভাব ও পারিবারিক ঐতিহ্য দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট খুঁজে বেড়াচ্ছেন। তার সমর্থকরা জানান, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সেলিম মিয়ার ব্যাপক গ্রহণযোগ্যতা থাকায় তার নির্বাচন বানচাল করতে প্রতিপক্ষ প্রার্থীরা বিভিন্ন ধরনের অভিযোগ করে আসছে।

আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা ভোট শুরু থেকেই জয়ের ব্যাপারে শতভাগ আশা দেখছে। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থীরাও ভোট যুদ্ধে সুষ্ঠু ভোটে জয়ের ব্যাপারে সবার কড়া নাড়ছে। দলীয় প্রার্থীদের চেয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র প্রার্থীরা।

এদিকে স্বতন্ত্রপ্রার্থী হিসাবে মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন মো. সেলিম মিয়া। বিভিন্ন গ্রামে গণসংযোগকালে এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আমি স্বতন্ত্র চেয়ারম্যান পদে নির্বাচিত হলে পাররামরামপুর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের চেষ্টার পাশাপাশি দারিদ্রমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। তিনি আরও বলেন, চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় করছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ভোট প্রার্থনা করছি। নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত পাররামরামপুর ইউনিয়ন উপহার দেব এলাকাবাসীকে।

উপজেলা নির্বাচন রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, পাররামরামপুর ইউপিতে দলীয় প্রার্থী আমিনুল ইসলাম মন্টু নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী মো. সেলিম মিয়া জে কে (মোটরসাইকেল), শামীম হোসেন তমাল (চশমা), বিএনপি সমর্থিত আবুতালেব (ঘোড়া) ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোতালেব হোসেন (অটোরিকশা) ও শরীফ উদ্দিন আকন্দ (আনারস) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ১৪ জন ও সাধারণ ইউপি সদস্য পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।