ল্যাটিন আমেরিকায় করোনায় দৈনিক সংক্রমণে রেকর্ড

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে গত ৭ থেকে ১৩ জানুয়ারি করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা তিন লাখেরও বেশি রেকর্ড করা হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে আজের্ন্টিনায়। দেশটিতে গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছে এক লাখ ৪০ হাজার লোক। মারা গেছে ৯৬ জন।

আর্জেন্টিনায় মহামারি শুরুর পর প্রায় ৭০ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে এক লাখ ১৭ হাজারেরও বেশি লোক।

ল্যাটিন আমেরিকায় গত বছর ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত গড়ে দৈনিক এক লাখ ৫৫ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছিল। কিন্তু বর্তমানে এ সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে তিন লাখ ৪০ হাজারে দাঁড়িয়েছে।

গত বছর এক সপ্তাহের তুলনায় চলতি বছর আক্রান্তের এ হার ১২৬ শতাংশ বেশি। মৃত্যুর হারও বেড়েছে।

গত ৭ থেকে ১৩ জানুয়ারি ৬২১ জন মারা গেছে, যা পূর্বের বছরের এক সপ্তাহের তুলনায় ৪৪ শতাংশ বেশি।