দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আওয়ামী লীগের প্রার্থী আমিনুল ইসলাম নৌকা প্রতীক গ্রহন করছেন।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও মহিলা সংরক্ষিত ৭১ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

১৪ জানুয়ারি উপজেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ১৪ জন ও সাধারণ ইউপি সদস্য পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোটরসাইকেল প্রতীক গ্রহণ করছেন স্বতন্ত্র প্রার্থী সেলিম মিয়া।ছবি: বাংলারচিঠিডটকম

উপজেলা নির্বাচন রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, পাররামরামপুর ইউপিতে দলীয় প্রার্থী আমিনুল ইসলাম মন্টু নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী মো. সেলিম মিয়া জে কে (মোটরসাইকেল), শরীফ উদ্দিন আকন্দ (আনারস), শামীম হোসেন তমাল (চশমা), বিএনপি সমর্থিত আবুতালেব (ঘোড়া) ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোতালেব হোসেন( অটোরিকশা) ।

৩ জানুয়ারি ৯ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ১৩ জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আব্দুল মমিন লালমিয়া, আললেমান মো. আসাদুজ্জামান ও আব্দুর রশীদ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

নির্বাচন কমিশনের ৯২তম সভা শেষে সংবাদ সম্মেলনে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীরl তফসীল অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি ইভিএম এ ভোট গ্রহণ হবে।