দেওয়ানগঞ্জে ইউপি নির্বাচনে প্রচারণায় বিধি লঙ্ঘন করায় জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম অহনা জিন্নাত। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম অহনা জিন্নাত। ২৩ ডিসেম্বর দিনব্যাপী উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আজিজুর রহমানকে ৫ হাজার, বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের মতিউর রহমানকে ২ হাজার, ইউপি সদস্য প্রার্থী রুমানকে ২ হাজার, বখতিয়ারকে ৫ হাজার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য প্রার্থী কোহিনুর বেগমকে ৫ হাজার টাকাসহ ১৯ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় উপস্থিত ছিলেন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সেলিম ও তরিকুল।

নির্বাহী হাকিম অহনা জিন্নাত জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেয়ালে পোস্টার, ডাবল মাইক ব্যববার, নিষিদ্ধ সময়ে মাইকে প্রচার করে আচরণবিধি লঙ্ঘন করায় দুইজন চেয়ারম্যান প্রার্থী ও তিনজন সদস্য প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। নির্বাচন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।