বকশীগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বকশীগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত কল্পে তথ্য অধিকার অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক (গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ) ড. মো. আব্দুল হাকিম।

সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাসের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী, উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটিরিনারি সার্জন চিকিৎসক শিহাব উদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম।

কর্মশালায় তথ্য অধিকার আইন ২০০৯ এর আলোকে জনগণের অধিকার নিশ্চিত করতে তথ্য সরবরাহ করা, তথ্য সরবরাহকারী, তথ্য গ্রহণকারীদের নির্দেশিকা, নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য সরবরাহ করা, কোন কোন ক্ষেত্রে জনগণকে তথ্য দেওয়া যাবে না এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, মহিলা ভাইস চেয়ারম্যান, সুধীজন, গণমাধ্যমকর্মী, শিক্ষক প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।