ইসলামপুরে তথ্য কমিশনের উদ্যোগে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের ইসলামপুর উপজেলায় তথ্য কমিশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন ২০১৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন আয়োজনে ২১ ডিসেম্বর ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল।

এতে বিশেষ অতিথি পৌর মেয়র আব্দুল কাদের শেখ, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, ফরিদ উদ্দিন আহমেদ, তথ্য কমিশনের সহকারী পরিচালক শাহাদৎ হোসেন, হিসাব শাখার সহকারী পরিচালক হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

এতে বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ অংশগ্রহণ করেন। সভায় তথ্য অধিকার আইন, তথ্য সংরক্ষণ, তথ্য লাভের অধিকারসহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।