জামালপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কমিটি হস্তান্তর করেন নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর রাতে সর্দারপাড়া (পাঁচরাস্তা) আরাফাত রহমান কোকো স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি আছমত উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীনের সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সম্মেলনের উদ্বোধন করেন জামালপুর পৌর বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ও প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক মাইন উদ্দিন বাবুল।

এছাড়া সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, প্রচার সম্পাদক এমরান হোসেন ইরান, যুব বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. শাহাদাত হোসেন বাবুল, সহ-যুববিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, যুগ্মআহ্বায়ক মো. আনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য মো. বিল্লাল হোসেন বিলু, গোলাম মোস্তফা রুকু, পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক মো. ফজলুর রহমান মিঠু ও জাকির হোসেন জনি।

দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এতে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটিতে মো. আছমত উল্লাহকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম হাসান, সহ-সভাপতি হবিবুর রহমান হবি, মো. হামিম খান, মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, যুগ্মসম্পাদক আমিনুল ইসলাম মধু ও সাংগঠনিক সম্পাদক রিহাইল দোহা।

৭১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিতে অন্যান্য সদস্যের নাম অন্তর্ভুক্ত করে আগামী ৭ দিনের মধ্যে পৌর বিএনপির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।