বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২৫ নভেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তঅ (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, সিনিয়র সহভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, এনজিও কর্মী মোফাজ্জল হক আলম, উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের এফএফ নাসরিন আক্তারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে।