
জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গারো পাহাড়ের টিলায় গাছের সাথে ঝুলে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
১৬ নভেম্বর বেলা ১১টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের বালিঝুড়ি পাহাড় থেকে রাজু মিয়া (৩৫) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। রাজু মিয়া ধানুয়া কামালপুর ইউনিয়নের গেদরা গ্রামের জাফর মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১৬ নভেম্বর সকালে বালিঝুড়ি এলাকায় গারো পাহাড়ের টিলায় একটি গাছের সাথে রাজু মিয়ার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।