নকলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নকলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে শেরপুরের নকলা উপজেলায় পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, প্রকল্প বাস্তবাযন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নকলা উপজেলা শাখার সভপতি ইন্দ্রজিৎ কুমার ধর সুভাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর, সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার বণিক অভি, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল সূত্রধর, শ্রী শ্রী কালীমাতা মন্দির পূজা মণ্ডপের সভপতি শ্রী সুরঞ্জিত কুমার বণিক, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ প্রমুখ।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ১৯টি পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এ মতবিনিময় সভায় নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক (টিআই) মো. আশরাফ আলী, প্রত্যেক পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, সরকারি কর্মকর্তাসহ নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু উপস্থিত ছিলেন।