ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত হাসপাতাল ক্লিনিক ডায়াগনোস্টিক মালিক সমিতির নির্বাচন : বাপ্পী সভাপতি, সোহেল সম্পাদক, সাংগঠনিক রেজাউল মাদারগঞ্জে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে এগিয়ে এল তরুণেরা মাদারগঞ্জে তাঁতীদল নেতা সিদ্দিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে কৃষকদল নেতাকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন রহিমপুর বাজারে মাদক প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ইসলামপুরে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন দেওয়ানগঞ্জে বিক্ষুব্ধ গ্রাহকদের হাতে ভুয়া এনজিও কর্মকর্তা আটক সভাপতি প্রার্থী বাপ্পীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি

দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়ক যেন মরণ ফাঁদ!

দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি বাহাদুরাবাদ এলাকা থেকে নেয়া হয়েছে। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি বাহাদুরাবাদ এলাকা থেকে নেয়া হয়েছে। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ শহর থেকে সানন্দবাড়ী গুরুত্বপূর্ণ সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

গুরুত্বপূর্ণ সড়কে অসংখ্য খানাখন্দের কারণে প্রতিনিয়ত ঘটছে দুঘর্টনা। ২০২০ সালে সড়কটি মেরামত করলেও অল্প দিনেই সড়কের পিচঢালাই ওঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে।

সড়কটি দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ, হাতীভাঙ্গা, পাররামরামপুর, চরআমখাওয়া, ডাংধরা ইউনিয়ন হয়ে উত্তর বঙ্গের রাজিবপুর ও রৌমারীর সাথে সংযুক্ত। প্রতিদিন ওই সড়ক দিয়ে শত শত যানবাহন চলাচল ও জনসাধারণ যাতায়াত করে থাকে।

ট্রাকচালক মিস্টার আলী জানান, খুটারচর মোড় থেকে সানন্দবাড়ী বাজার পর্যন্ত শতাধিক জায়গায় বড় বড় গর্ত। এসব গর্ত দিয়ে গাড়ি চালানো কঠিন অবস্থা।

ইজিবাইকচালক মাজেদ বলেন, রাস্তায় বড় বড় গর্ত। গাড়িতে যাত্রী নিয়ে চালানো যায় না। নামিয়ে দিয়ে গাড়ি চালাই।

বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল জানান, দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। গত বন্যায় এ রাস্তাটির ব্যাপক ক্ষতি হয়েছে। এরপর আর রাস্তার কোনই কাজ হয়নি। রাস্তাটি মেরামত করা খুব জরুরী।

১৬ আগস্ট সকালে সরেজমিনে দেখা গেছে, খুটারচর মোড় থেকে ঝালোরচর বাজার সড়কে অসংখ্য খানাখন্দের কারণে ভারী যানবাহন চালাতে হিমশিম খেতে হচ্ছে চালকদের।

উপজেলা প্রকৌশলী মো. সাঈদ হোসেন বলেন, সড়কটির দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি বন্দি হয়ে থাকায় মাঝে মাঝে খানাখন্দ হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশীদ জানান, যেখানে খানাখন্দের সৃষ্টি হয়েছে গর্তগুলো সংস্কার করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়ক যেন মরণ ফাঁদ!

আপডেট সময় ০৮:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি বাহাদুরাবাদ এলাকা থেকে নেয়া হয়েছে। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ শহর থেকে সানন্দবাড়ী গুরুত্বপূর্ণ সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

গুরুত্বপূর্ণ সড়কে অসংখ্য খানাখন্দের কারণে প্রতিনিয়ত ঘটছে দুঘর্টনা। ২০২০ সালে সড়কটি মেরামত করলেও অল্প দিনেই সড়কের পিচঢালাই ওঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে।

সড়কটি দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ, হাতীভাঙ্গা, পাররামরামপুর, চরআমখাওয়া, ডাংধরা ইউনিয়ন হয়ে উত্তর বঙ্গের রাজিবপুর ও রৌমারীর সাথে সংযুক্ত। প্রতিদিন ওই সড়ক দিয়ে শত শত যানবাহন চলাচল ও জনসাধারণ যাতায়াত করে থাকে।

ট্রাকচালক মিস্টার আলী জানান, খুটারচর মোড় থেকে সানন্দবাড়ী বাজার পর্যন্ত শতাধিক জায়গায় বড় বড় গর্ত। এসব গর্ত দিয়ে গাড়ি চালানো কঠিন অবস্থা।

ইজিবাইকচালক মাজেদ বলেন, রাস্তায় বড় বড় গর্ত। গাড়িতে যাত্রী নিয়ে চালানো যায় না। নামিয়ে দিয়ে গাড়ি চালাই।

বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল জানান, দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। গত বন্যায় এ রাস্তাটির ব্যাপক ক্ষতি হয়েছে। এরপর আর রাস্তার কোনই কাজ হয়নি। রাস্তাটি মেরামত করা খুব জরুরী।

১৬ আগস্ট সকালে সরেজমিনে দেখা গেছে, খুটারচর মোড় থেকে ঝালোরচর বাজার সড়কে অসংখ্য খানাখন্দের কারণে ভারী যানবাহন চালাতে হিমশিম খেতে হচ্ছে চালকদের।

উপজেলা প্রকৌশলী মো. সাঈদ হোসেন বলেন, সড়কটির দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি বন্দি হয়ে থাকায় মাঝে মাঝে খানাখন্দ হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশীদ জানান, যেখানে খানাখন্দের সৃষ্টি হয়েছে গর্তগুলো সংস্কার করা হবে।