নকলায় করোনায় আক্রান্ত সংকটাপন্ন অস্বচ্ছল রোগীরা পাবে আর্থিক সহায়তা

ইউএনও জাহিদুর রহমানের কাছে ২ লাখ টাকার আর্থিক অনুদানের চেক দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলার কোভিড-১৯ এ আক্রান্ত সংকটাপন্ন অস্বচ্ছল রোগীদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের কাছে ২ লাখ টাকার আর্থিক অনুদানের চেক দিয়েছেন ঢাকাস্থ নকলা ফাউন্ডেশন।

১৩ আগস্ট বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলতাব আলী, ঢাকাস্থ নকলা ফাউন্ডেশনের সাংগঠনিক সদস্য মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, সফিকুল ইসলাম সুখন, লুৎফর রহমান, শফিকুল ইসলাম শফিক, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, কৃষকলীগের আহ্বায়ক আলমগীর আজাদ প্রমুখ।

আলোচনা শেষে ঢাকাস্থ নকলা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের হাতে ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান জানান, এ উপজেলার করোনা আক্রান্ত সংকটাপন্ন অস্বচ্ছল রোগীদের আবেদনের প্রেক্ষিতে ওই অনুদানের টাকা থেকে আর্থিক সহযোগিতা করা হবে।