করোনা মোকাবেলায় দেওয়ানগঞ্জে পুলিশের পথসভা, মাস্ক বিতরণ

পথসভায় বক্তব্য রাখেন ওসি মুহাম্মদ মহব্বত কবীর।ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে ও দেওয়ানগঞ্জ মডেল থানার আয়োজনে জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই সকালে পৌর শহরের সৈকত মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান রাখেন মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর। পথসভা শেষে বাজার এলাকার পথচারিদের বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

এ সময় ওসি তদন্ত আনছার আলী, উপপরিদর্শক আব্দুল হানান, কামরুজ্জামান, আইনউদ্দিন, মাদুদসহ থানার কনস্টেবলরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সানন্দবাড়ী ও তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রগুলোতে পথসভা হয়েছে এবং লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে।