হত্যা মামলার আসামি তাহেরের ফাঁসির দাবিতে বিক্ষোভ

হত্যা মামলার আসামি তাহেরের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। ছবি : বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় আলোচিত গৃহবধু তানিয়া হত্যা মামলার আসামি শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ৮ জুন দুপুরে তাহমিনার গ্রামের বাড়ি নয়ানগর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ ও থানা চত্বর প্রদক্ষিণ করে। একই সাথে উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে তাহেরের ফাঁসির দাবিতে পোস্টার সেঁটে দেয় এলাকাবাসী।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ এবং সাধারণ সম্পাদক মো. জিন্নাহ স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের জন্য যুগ্ম সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২ জুন আবু তাহেরের স্ত্রী তানিয়াকে পারিবারিক কলহের জের ধরে হত্যা শেষে গোপনে লাশ দাফনের প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশ আবু তাহেরকে গ্রেপ্তার করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মায়নুল ইসলাম জানান, নিহতের বাবা হাসেন আলী বাদী হয়ে চারজনকে আসামি করে মামলাটি দায়ের করে।