বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, বিধবা, প্রতিবন্ধী পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সামির ছাত্তারের ব্যক্তিগত উদ্যোগে ১৬ এপ্রিল বকশীগঞ্জ সদর, বাট্টাজোড় ও ধানুুয়া কামালপুর ইউনিয়নের ১৫টি পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়।
ব্যারিস্টার সামির সাত্তারের পক্ষে তার প্রতিনিধি খোকন আকন্দ ও জিসান মিয়া প্রতি পরিবারের কাছে নগদ অর্থ পৌঁছে দেন।
খোকন আকন্দ জানান, পর্যায়ক্রমে বকশীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের ৩৫টি পরিবারকে ১ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হবে।
এসময় খোকন আকন্দ ব্যারিস্টার সামির ছাত্তারের পক্ষে সবাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা পৌছে দেন।