বছরব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব

মোমবাতি জ্বালিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা সন্ধ্যা রানী সাংমা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ উদীচী জামালপুর জেলা সংসদে বছরব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়েছে।

২৬ মার্চ রাতে শহরের দয়াময়ী মোড় এলাকায় জেলা উদীচী সংসদ কার্যালয় প্রাঙ্গণে মোমবাতি জ্বালিয়ে ও জাতীয় সংগীত গেয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন আধিবাসী নারী বীর মুক্তিযোদ্ধা সন্ধ্যা রানী সাংমা।

পরে এক আলোচনা সভায় বাংলাদেশ উদীচী জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উদীচী জেলা সংসদের সহ-সভাপতি সন্তোষ কুমার রাজভর, স্বপন রহমান, তাপষ কুমার বনিক, রনজিৎ বিশ্বাস খোকন, মানবাধিকার কর্মী ও বাংলারচিঠিডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক গৌতম সিংহ সাহা প্রমুখ।

পরে বীর মুক্তিযোদ্ধা সন্ধ্যা রানী সাংমা মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গনে তার সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন।