ইসলামপুরে দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ক কর্মশালা

ইসলামপুরে দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় দুর্যোগ ঝুঁকিহ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন এর আলোকে প্রতিবন্ধী আইন অধিকার তাৎপর্যপূর্ণ অংশগ্রহণ ও কার্যকর সম্পৃক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট আয়োজনে বিআরডিবি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম কর্মশালার উদ্বোধন করেন ।

রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন চৌধুরীর সভাপতিত্বে এতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম আবু তাহের, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলীম, সমাজসেবা কর্মকর্তা রহুল আমীন, মৎস কর্মকর্তা কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, রেড ক্রিসেন্ট সোসাইটির জামালপুর জেলা কর্মকর্তা মো. কামাল হোসেন, সহকারী প্রোগ্রাম কর্মকর্তা শাহাদত হোসেন রানা বক্তব্য রাখেন্।

বক্তারা দুর্যোগ ঝুঁকিহ্রাস ও জলবায়ূ পরিবর্তন অভিযোজন এর আলোকে প্রতিবন্ধী আইন অধিকার তাৎপর্যপূর্ণ অংশগ্রহণ ও কার্যকর সম্পৃক্তকরণ বিষয়ক বিভিন্ন দিক উপস্থাপন করেন।

কর্মশালায় সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেয়।