বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ইসলামপুরে ৭ মার্চ উদযাপন

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সনের বাঙালি জাতির আরাধনার কালজয়ী মহাপুরুষ, ইতিহাসের রাখাল রাজা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সনের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ঘোষণা দেন।

মাত্র ১৮ মিনিটের ভাষণটিতেই নিহীত ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। বঙ্গবন্ধুর সেই ভাষণটি আজ বিশ্বের সেরা প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃত। হাইকোর্টের রায়ে আজ থেকে ৭ মার্চ জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত।

জামালপুরের ইসলামপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম, ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া, মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম মানিক, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহসভাপতি আব্দুল লতিফ সরকার, হাবিবুর রহমান চৌধুরী, আবু নাছের চৌধুরী চার্লেসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।