ইসলামপুরে রকিব বেকারিকে জরিমানা

রকিব বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের রকিব বেকারি মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৬ ফেব্রুয়ারি দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন এর ৩৮ ধারায় নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মাহজারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রকিব বেকারির খাদ্য দ্রব্য উৎপাদন ও বাজারকরণের সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন না থাকায় বেকারির মালিক হামিদুরের নিকট ওই জরিমানা অর্থ আদায় করেন। এ সময় ইসলামপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

উল্লেখ যে, খাদ্য দ্রব্য উৎপাদন ও বাজারকরণের সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন না নিয়ে ও ভোক্তা সংরক্ষণ অধিকার আইন না মেনে ইসলামপুরে বেকারিগুলোতে উৎপাদিত খাবার পণ্যে ও প্যাকেটে মূল্য ও মেয়াদ না উল্লেখ করে অসাস্থ্যকর খাবার তৈরি ও বিক্রি করছে বেকারি মালিকরা। ফলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।