জামালপুর মিডিয়া প্রেসক্লাবের কমিটি গঠিত

সভাপতি মোহাম্মদ আলমগীর ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক

নিজস্ব প্রতিবেদক,
বাংলারচিঠিডটকম

জামালপুর মিডিয়া প্রেসক্লাবের তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক জামালপুর কণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলমগীর সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৩১ জানুয়ারি দুপুরে ক্লাবের সাধারণ সভা শেষে কমিটির সকল সদস্যের ভোটে নির্বাচিত কমিটির অনুমোদন দেয় জামালপুর মিডিয়া প্রেসক্লাব কর্তৃপক্ষ।

কমিটিতে অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি দৈনিক আজকের জামালপুরের সিনিয়র রিপোর্টার এম এ কাশেম, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি রোকনুজ্জামান রোকন; যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক জামালপুর কণ্ঠের নির্বাহী সম্পাদক বি এম রাজন, দৈনিক আলোচিত জামালপুরের স্টাফ রিপোর্টার অ. ন. ম লুৎফর রহমান নয়ন ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি রবিউল হাসান লায়ন; কোষাধ্যক্ষ দৈনিক সকালের সময়ের জেলা ফটোগ্রাফার ধ্রুব ভৌমিক, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের দর্পণের সদর উপজেলা প্রতিনিধি এহসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক চ্যানেল এস এর জেলা প্রতিনিধি শামীম হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক আলোচিত জামালপুরের শহর প্রতিনিধি চাঁন মিয়া, সহ-দপ্তর সম্পাদক দৈনিক সবুজ বাংলার স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান, প্রচার সম্পাদক দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিনের ময়মনসিংহ বিভাগীয় ক্রাইম রিপোর্টার উসমান গণি স্বাধীন, সহ-প্রচার সম্পাদক দৈনিক আজকালের খবরের মাদারগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাহ, ক্রীড়া সম্পাদক সোনালী বাংলা টিভির স্টাফ রিপোর্টার শাহীন আলম এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন- অনলাইন পত্রিকা বাংলারচিঠি ডটকমের সহ-সম্পাদক মো. সানোয়ারুল ইসলাম সান, দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার সাখাওয়াত হোসেন স্বপন, দৈনিক তরুণকণ্ঠের জেলা প্রতিনিধি আল মাসুদ লিটন, সাংবাদিক আব্দুল হালিম ও দৈনিক জামালপুর দিনকালের স্টাফ রিপোর্টার জয় হোসেন রনি।

২০১৮ সালের ১৮ ডিসেম্বর এই ক্লাবের প্রথম কমিটি গঠিত হয়েছিল। জামালপুর মিডিয়া প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক এই কমিটির মেয়াদ ৩ বছর করা হয়েছে।