নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষায় ইসলামপুরে ক্যারাভান রোড শো

ক্যারাভান রোড শো’র উদ্বোধন করেন ইউএনও এস. এম. মাজহারুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ এই আলোকে জামালপুরের ইসলামপুর উপজেলায় নিরাপদ খাদ্য ও মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ক্যারাভান রোড শো উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ৩০ জানুয়ারি সকালে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে ক্যারাভান রোড শো উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মাজহারুল ইসলাম।

পরে থানা মোড় ও ধর্মকুড়া বাজারসহ বিভিন্ন হাট বাজারে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষায় প্রচারণায় প্রচারপত্র বিলি করা হয়।

এ সময় জামালপুর নিরাপদ খাদ্য কর্মকর্তা শাকিব হোসাইন, নিরাপদ খাদ্য পরিদর্শক নাছিমা আক্তার, প্রশিক্ষণ কর্মকর্তা খান আতাউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।