বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ২৬ জানুয়ারি পর্যন্ত বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে গেছে। এএফপি’র সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

সংস্থাটির হিসাব অনুযায়ী, গ্রীনিচ মান সময় ২১:৩০ টা পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট ১০ কোটি ১০ হাজার ৭৯৮ জনে দাঁড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় স্বাস্থ্য সংস্থার দেয়া হিসাবের ওপর ভিত্তি করে এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১ লাখ ৫১ হাজার ২৪২ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে।

কোভিড-১৯ রোগে সংক্রমিত বেশির ভাগ মানুষ সুস্থ হয়ে উঠলেও কিছু রোগী কয়েক সপ্তাহ বা এমন কি কয়েক মাস ধরে এ ভাইরাসের উপসর্গে ভুগছে।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে চীনে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে আক্রান্তের সংখ্যা সরকারিভাবে গণনা শুরু করা হয়।