
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় এনামুল হক খান চাঁন স্যার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৯ জানুয়ারি উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামে ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এনামুল হক খান চাঁন স্যার স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মাইনুল হক খান মিলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও চেয়ারম্যান শাহাদত হোসেন স্বাধীন।
অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম মোস্তফা ডিহিদার বাদল, সাবেক চেয়ারম্যান মজিবর জোদ্দার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কমল, সাবেক মেম্বার জমির উদ্দিনসহ অন্যান্যরা সংক্ষিপ্ত বক্তব্যে এনামুল হক খান চাঁন স্যারের স্মৃতিচারণ করেন। পরে শীতার্তদের মাঝে কম্বল তুলে দেওয়া হয়।
এ সময় এনামুল হক খান চাঁন স্যারের পরিবারের সদস্যরা মরহুমের জন্য দোয়া কামনা করেছেন।
বাংলার চিঠি ডেস্ক : 



















