
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ২৮ ডিসেম্বর উপজেলা পরিষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নিরাপদ খাদ্য কর্মকর্তা সাদিক হোসাইন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহ প্রমুখ।