
বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৭ ডিসেম্বর সকালে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ওই ইউনিয়নের সানন্দবাড়ী সিলেটপাড়া থেকে তাকে গ্রেপ্তার করেন।
আসামির নাম মো. জামাল উদ্দিন (৪৬)। তিনি ওই এলাকার মৃত সুলতানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জোয়াহের হোসেন খানের নেতৃত্বে এসআই মো. আফতাব উদ্দিন ও এএসআই মো. সেলিম পুলিশ সদস্যদের নিয়ে ২৭ ডিসেম্বর সকালে সিলেটপাড়ায় অভিযান চালান। এসময় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।