হাজরাবাড়ীতে রক্তের বন্ধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মাস্ক বিতরণ

হাজরাবাড়ীতে রক্তের বন্ধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মাস্ক বিতরণ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ১৬ ডিসেম্বর দুপুরে হাজরাবাড়ী বাজারে রক্তের বন্ধন হাজরাবাড়ী শাখা এই কর্মসূচীর আয়োজন করে।

‘আপনার একব্যাগ রক্তদান, বাঁচাতে পারে মুমূর্ষু প্রাণ, আপনার জন্মদিনটি রক্তদান করে পালন করুন’ এই স্লোগান নিয়ে কর্মসূচিতে ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম বাবু, হাজরাবাড়ী পৌর যুবলীগের আহ্বায়ক ফরহাদ হোসেন তোতা, স্থানীয় ওয়ার্ড সদস্য শামীম, পৌর আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিক, জয়নাল আবেদীন ফকির, গোলাম মাওলা কাজল, স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি রুবেল মাহমুদ, রক্তের বন্ধন জামালপুরের সভাপতি আসমাউল আসিফ, সহসভাপতি হামিদুল হক সীমান্ত, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, রক্তের বন্ধন হাজরাবাড়ী শাখার স্বমন্বয়ক রাকিবুল হাসান বাপ্পী ও আবু সাইদ ইসলাম রাজুসহ ওয়াকিল, মাহবুব, প্লাবন, নাঈম, নাহিন, হোসলে, দুদু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় সংগঠনের উদ্যোগে ১০০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ৩০০ জনের মাঝে মাস্ক বিতরণ করা হয়।