জারুলতলা দাখিল মাদরাসা ভবনের ভিত্তি প্রস্তর

ভিত্তিফলক উম্মোচন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার জারুলতলা দাখিল মাদরাসরা চারতলা ভীতের একতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

৬ ডিসেম্বর বিকালে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের নির্মাণ কাজের ভিত্তিফলক উম্মোচন করেন।

এ সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য জাবেদ মোশারফ রূপক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া, হাবিবুর রহমান চৌধুরী শাহিন, জেলা পরিষদ সদস্য ওয়ারেছ আলী, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর ইসলাম নূর, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, অধ্যক্ষ এ কে এম মোস্তফা কামাল, পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে ৮০ লাখ টাকা ব্যয়ে রুমি কন্সট্রাকশন ভবনটি নির্মাণ করবে বলে জানা গেছে।