বকশীগঞ্জে ইয়ুথ নেটওয়ার্ক শক্তিশালীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বকশীগঞ্জে ইয়ুথ নেটওয়ার্ক শক্তিশালীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন ইয়ুথ নেটওয়ার্ক শক্তিশালীকরণ উপলক্ষে ৫ ডিসেম্বর দুপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অক্সফ্যাম বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এবং উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের উদ্যোগে মেরুরচর ইউনিয়নের পূর্ব কলকিহারা সূর্যউদয় সংঘের কার্যালয়ে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকল্পটির এফএফ নাসরিন আক্তার, এফএফ রাশেদ উর রহমান, মেরুরচর ইউনিয়ন নেটওয়াকের সভাপতি লুৎফা বেগম, সহসভাপতি জীবন মিয়া, সাধারণ সম্পাদক মমতা বেগম, কোষাধ্যক্ষ আল মামুন, ইয়ুথ লিডার রিপন মিয়া রাজু মিয়া প্রমুখ।

কর্মশালায় মেরুরচর ইউনিয়নের ১২টি সিবিও’র ইয়ুথ সদস্যরা অংশগ্রহণ করেন।