১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

যুদ্ধাপরাধ-জঙ্গিবাদ-সন্ত্রাসমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর পৌর শাখার অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর সকালে হাটচন্দ্রা মিয়াবাড়ী বাজার ঈদগাহ মাঠে সম্মেলন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ওয়ার্ড আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোজাফফর হোসেন।

এতে উদ্বোধকের বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সদস্য শাহিনুর রহমান শাহীন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও ১০ নম্বর ওয়ার্ডের সমন্বয়কারী খলিলুর রহমান আকন্দ, পৌর আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, সদস্য জাকির হোসেন রুকু, শাহরিয়ার উজ্জ্বল, পৌর আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন তারা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শিমুলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে ২য় অধিবেশনে ৬ জন সভাপতি পদপ্রার্থী, ৪ জন সাধারণ সম্পাদক পদপ্রার্থী, ১ জন সহসভাপতি পদপ্রার্থী তাদের প্রার্থীতা ঘোষণা করেন।

সাংগঠনিক ওয়ার্ডসহ ১৭টি ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সকলের নাম একসাথে প্রকাশ করা হবে বলে জানান পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।