বঙ্গবন্ধু স্মরণে জামালপুর সদর উপজেলা যুবলীগের আলোচনা

বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর সদর উপজেলা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৯ আগস্ট সকাল ১১টায় জামালপুর সদর উপজেলা পরিষদের আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যানও সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াছমিন লিটা, যুগ্মসাধারণ সম্পাদক আইনজীবী রাশেদুল ইসলাম খোকন ও সাংগঠনিক সম্পাদক রাতুল সাহা।

সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান সোহেলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক হাসানুজ্জামান জিল্লু, সাংগঠনিক সম্পাদক সাজিমুল ইসলাম, ক্রীড়া সম্পাদক বদরুল ইসলাম বিদুৎ, সদর উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুঈন ইয়াজদানী, দিগপাইত ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, তিতপল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি আসাদুল্লাহ, শরিফপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাহমুদ প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের জন্য মোনাজাত করা হয়।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে জামালপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।