জিল বাংলা সুগার মিলস ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

শোকর‌্যালি। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলস ওয়ার্কার্স ইউনিয়ন।

১৫ আগস্ট সকালে ওয়ার্কাস ইউনিয়ন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এরপর জিল বাংলা সুগার মিলের প্রথম ফটক থেকে শোকর‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওয়ার্কাস ইউনিয়নের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সেখানে ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি লিচু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিলের মহাব্যবস্থাপক আমিনুল ইসলাম, কারখানা ব্যবস্থাপক নূরে আলম, কৃষি ব্যবস্থাপক মজিবুর রহমান ও অর্থ ব্যবস্থাপক জিয়াউল হক। সভা সঞ্চালনা করেন ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু রায়হান।

আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের জন্য দোয়া করা হয়।