
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠিডটকম
জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামের বাসিন্দা আলহাজ ফজলুল হক ফজলু মাস্টার ১০ আগস্ট দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নিজবাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
ফজলুল হক মালঞ্চ এম এ গফুর হাই স্কুল এবং বালুআটা এম এ রশিদ হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। তিনি বেসরকারি শিক্ষক-কর্মচারি কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। ১১ আগস্ট জোহরের নামাজের পর ঝাউগড়া হাই স্কুল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বাংলার চিঠি ডেস্ক : 


















