শেরপুরের ডিসির সাথে বিভাগীয় কমিশনারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শেরপুরের ডিসির সাথে বিভাগীয় কমিশনারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের জেলা প্রশাসক আনারকলি মাহবুব আগামী এক বছরের কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসানের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেছেন। ৩০ জুলাই বিভাগীয় কমিশনারের কার্যালয় ময়মনসিংহে এ চুক্তি স্বাক্ষর হয়। এ সংক্রান্ত একটি তথ্য রাতে ডিসি, শেরপুর ফেসবুকেও পোস্ট করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, সেবা প্রদানে স্বচ্ছতা। নিষ্ঠা ও জবাবদিহিতা বজায় রাখা। মাঠ পর্যায়ে সরকারের সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সেই সাথে বার্ষিক বস্তুনিষ্ঠ বাস্তবায়নযোগ্য কর্মলক্ষ্য নির্ধারণ করে তা বাস্তবায়নের জন্য উর্ধ্বতন কর্মকর্তার সাথে স্বাক্ষরিত হয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি।

এ দিন বিভাগীয় কমিশনার ময়মনসিংহ বিভাগের অন্য জেলা প্রশাসকগণের সাথেও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।

sarkar furniture Ad
Green House Ad