বন্যার পানিতে পড়ে কৃষি শ্রমিকের মৃত্যু

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার চার চাঁদপুর গ্রামে পাট কাটতে গিয়ে বন্যার পানিতে পড়ে মুরাদুজ্জামান (৬৫) নামের এক কৃষি শ্রমিক মারা গেছেন। ১২ জুলাই সকালে চর চাঁদপুর যমুনার শাখা নদীতে এ ঘটনাটি ঘটে।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু সাঈদ সেবু বলেন, পানিতে পড়ে মৃত মুরাদুজ্জামান একজন দিনমজুর। ১২ জুলাই সকালে তিনি একই গ্রামের জনৈক গৃহস্থকে পাট কেটে দেন। পাট কাটা শেষে তিনি শাখা নদীতে সাঁতার কেটে পার হওয়ার সময় বন্যার পানির স্রোতে নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুজির পর তার লাশ উদ্ধার করা হয়।

sarkar furniture Ad
Green House Ad