দেওয়ানগঞ্জে ৫৫৩টি ইয়াবাসহ একজন আটক

আটক মাদক কারবারি আজাদুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর বিজিবি সদস্যরা ৫৫৩টি ইয়াবাসহ আজাদুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

৬ জুন দুপুরে জামালপুর ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা ঢাকাগামী রিফাত পরিবহনে তল্লাশি চালিয়ে ৫৫৩টি ইয়াবা উদ্ধার ও তাকে আটক করেছে। আটক আজাদুল ইসলাম রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের হিজলামারী গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদের নির্দেশনায় বাঘার চর বিওপির বিজিবির সদস্যরা ডাংধরা ইউনিয়নের বাঘারচর বিওপি সংলগ্ন পাকা রাস্তার উপর ঢাকাগামী রিফাত পরিবহনে তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে আজাদুলের কাছ থকে ৫৫৩টি ইয়াবা, একটি মোবাইল সেট ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

মাদক কারবারি আজাদুল ইসলামের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।