ইসলামপুরে পরিত্যাক্ত অবস্থায় ৯০০ কেজি চাল উদ্ধার

উদ্ধার চালের বস্তা। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় পরিত্যাক্ত অবস্থায় ৯০০ কেজি চাল উদ্ধার করেছে থানা পুলিশ।

জানা গেছে, ২৫ জুন গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালো বাজারে প্রাচার হওয়ার খবরে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়ার দিক নির্দেশনায় ডিগ্রিরচর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) রফিক সাথে পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের কান্দারচর গ্রামের বাজারের পাশে অভিযান চালান। এ সময় বাজারের রাস্তার পাশ থেকে ৫০ কেজি করে ১৮ বস্তা চাল উদ্ধার করেন।

ডিগ্রিরচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. দেলুয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করেছি। চালগুলো সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির হতে পারে। তবে এখনও চালের মালিক শনাক্ত করা সম্ভব হয়নি।