সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবলীগের সভাপতি আশরাফ আহত
সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম (৪৫) আহত হয়েছেন। ১৯ জুন দুপুরে সরিষাবাড়ী-তারাকান্দি সড়কের পৌরসভার রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা হয়।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯ জুন সকালে দলীয় কাজ শেষে মোটরসাইকেল দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পৌরসভার রেল স্টেশন এলাকার প্রধান সড়কে একটি তেলবাহী পিকআপ গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় পিকআপ গাড়িটি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এসময় তিনি মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা এ প্রতিবেদককে জানান, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি গতিশীল রাখতে আশরাফুল ইসলামের মতো পরিশ্রমী যুবনেতার সুস্থ থাকা গুরুত্বপূর্ণ। আকস্মিক দুর্ঘটনায় তার আহত হওয়াটা উপজেলার আওয়ামী রাজনীতির লোকজন মর্মাহত। আমি তার দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করি।