করোনাভাইরাস প্রতিরোধে এনএসভিসি প্রকল্পের সাবান বিতরণ

করোনাভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বাস্তবায়নাধীন এনএসভিসি প্রকল্পের আওতায় জামালপুরের ইসলামপুর উপজেলায় ১৪ জুন সাবান বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে এবং হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলাসহ ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার উদ্দেশ্যে সাবান বিতরণ করা হয়।

উপজেলার চিনাডুলি ইউনিয়নের বলিয়াদহ গ্রামে বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন ইউপি সদস্য ফয়জুর রহমান ফারুক।

এদিন সকালে প্রতিটি পরিবারে কাপড়কাচা পাঁচটি এবং গায়ে মাখা দুটি করে সাবান বিতরণ করা হয়।

এসময় ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের পরিবীক্ষণ ব্যবস্থাপক অর্ণব কুশল মিস্ত্রি, উন্নয়ন সংঘের পরিবীক্ষণ কর্মকর্তা রেজাউল করিম, বাজার বিষয়ক কর্মকর্তা আব্দুছ সামাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

করোনাভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেডস অস্ট্রেলিয়ার আর্থিক সহায়তায় জামালপুর জেলার সদর, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনএসভিসি প্রকল্পের আওতায় ২০ হাজার পরিবারের মাঝে এক লাখ ৪০ হাজার সাবার বিতরণ করা হয়।

পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারের গুরুত্ব, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজনীয়সহ নিজেকে সুরক্ষায় বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে প্রণীত প্রচারপত্র বিতরণ করা হয়।