জামালপুর শহরের গেটপাড় এলাকায় যানজট ও মৃত্যুর ঝুঁকি

জামালপুর শহরের প্রধান সড়কের রেলগেট থেকে সরকারি জাহেদা সফির মহিলা কলেজ গেট পর্যন্ত কয়েক দিন ধরে ব্যাপক যানজট বিরাজ করছে। এই পরিস্থিতিতে কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু নিজেই ৬ জুন সকালে ট্রাফিকের ভূমিকায় নামেন। প্রায় দেড় ঘন্টা সেখানে ছিলেন তিনি। ততক্ষণই যানজট কমে যায়। তিনি চলে আসার পর আবার যানজটের সৃষ্টি হয়। কি আর করা। শহরের ব্যস্ততম প্রবেশমুখের জনগুরুত্বপূর্ণ এই স্থানে জমে থাকা পানি অপসারণ ও গর্ত ভরাট করে যানবাহন ও মানুষের চলাচলের সুবিধা দ্রুত করা দরকার। এখানে গাড়ি উল্টে মানুষের হাত- পা ভেঙে যাওয়াসহ মৃত্যুর ঝুঁকিও বিরাজ করছে। ছবি তুলেছেন গাজী টিভির জেলা প্রতিনিধি ও বাংলারচিঠিডটকম এর নিজস্ব প্রতিবেদক আলী আকবর।