জামালপুরে জাসাসের নগদ অর্থ পেলেন সাংস্কৃতিক কর্মীরা

জাসাসের উদ্যোগে কর্মহীন শিল্পী ও সাংস্কৃতিককর্মীদের অর্থ সহায়তা দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা বিএনপি ১০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে প্রাণঘাতী করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া শিল্পী ও সাংস্কৃতিক ৩৫ জন কর্মীদের মাঝে ১৭ হাজার ৫০০ টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। ৩ জুন বেলা ১২টার দিকে শহরের পাঁচরাস্তা মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জামালপুর জেলা জাসাসের সভাপতি রেজভী আল জামালী রনজুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও সাংস্কৃতিক কর্মীদের হাতে নগদ অর্থ তুলে দেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এ সময় জাসাস কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শাহ্ মো. বিল্লাল হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক আইনজীবী রফিকুল ইসলাম জুলহাস, সহ-সভাপতি মেজবাহ উদ্দিন, আবু তারিক বিদ্যুৎ, মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাবিরুল হাসান, যুগ্মসম্পাদক মামুন সারগাম, শামীম আহম্মেদ হীরা, মমিনুর রহমান মমিন, সাইফুল্লাহ সজিব, বাবু সনজীব সেন, বেলাল বাঙ্গালী, ফরিদা ইয়াসমিন, যুবরাজ, বন্যা, মামুন রেজা, জনি, লাবন্য ও উজ্জল বিতরণ কার্যক্রমে অংশ নেন।