দেওয়ানগঞ্জে র্যাবের অভিযানে ১৪৬০টি ইয়াবাসহ এক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক হাজার ৪৬০টি ইয়াবা বড়িসহ মো. হযরত আলী (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪। উপজেলার ডাংধরা ইউনিয়নের গারোহাড়ী এলাকায় ১ জুন সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানেরচর (সরকারপাড়া) গ্রামের মো. আমির হামজার ছেলে।
জানা গেছে, র্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১ জুন পৌনে ছয়টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের গারোহাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের জনৈক মো. রফিকুল ইসলামের বসতবাড়ির পশ্চিম পাশে রাস্তা থেকে মাদক কারবারি মো. হযরত আলীকে আটক করা হয়। তার কাছ থেকে এক হাজার ৪৬০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ৩৮ হাজার টাকা মাত্র।
আটক মাদক কারবারির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
র্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।