শেরপুরে জীবাণুনাশক স্প্রে মেশিন স্থাপন করেছে নকলা পৌরসভা

নকলা কাচারি সড়কের প্রবেশ পথে জীবাণুনাশক স্প্রে মেশিন স্থাপন করেছে নকলা পৌরসভা। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাজারের ব্যবসায়ী ও ক্রেতা সাধারণকে রক্ষা করার জন্য শেরপুরের নকলা উপজেলার কাচারি সড়কের প্রবেশ পথে জীবাণুনাশক স্প্রে মেশিন স্থাপন করেছে নকলা পৌরসভা।

১৯ মে বিকেলে নকলা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটনের সার্বিক ব্যবস্থাপনায় তৈরিকৃত জীবাণুনাশক স্প্রে মেশিনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ইউনিয়ন পরিষদের পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সুজাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় মেয়র হাফিজুর রহমান লিটন বলেন, বর্তমান সরকার সবসময় দুঃস্থ জনগণের পাশে আছেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনও করোনা পরিস্থিতি মোকাবেলায় জনকল্যাণে কাজ করছে। সরকারি নির্দেশনা মেনে সকলকে ঘরে অবস্থান করে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার আহ্বান জানান।