বকশীগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামলপুরের বকশীগঞ্জ উপজেলায় নভেল করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী ৫ মে দুপুরে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পাঠানো ত্রাণ সামগ্রী বিভিন্ন ইউনিয়নের ৩০০ ভিডিপি সদস্যদের মাঝে পৌঁছে দেওয়া হয়।
উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মিজানুর রহমান।
এ সময় আনসার ও ভিডিপির প্রশিক্ষিকা রুবেদা বেগম, দলপতি ইবনে জাহিদ উপস্থিত ছিলেন।
প্রতিটি সদস্যকে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক লিটার তেল, একটি সাবান ও একটি করে মাস্ক বিতরণ করা হয়।