শেরপুরে সাংবাদিক মজিদের বাবার মৃত্যু

মঙ্গল আলী মিয়া

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রফিক মজিদের বাবা মারা গেছেন। তার বাবার নাম মঙ্গল আলী মিয়া। ১৫ এপ্রিল সকাল ৯টায় জেলা শহরের নয়আনী বাজার এলাকার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

পেশাগত জীবনে মঙ্গল আলী মিয়া জেলায় একজন বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিলেন। তার প্রতিষ্ঠানের নাম মুসলিম জুয়েলার্স।

সাংবাদিক মজিদ জানান, তার পিতা বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

অন্যদিকে বাংলাদেশ জুয়েলারী সমিতি-বাজুস এর শেরপুর শাখার সাবেক কোষাধ্যক্ষ মঙ্গল আলী মিয়ার মৃত্যুতে জেলা শাখার কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন।

এছাড়া জেলায় কর্মরত সকল সংবাদকর্মীরা মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।