নকলায় কর্মহীনদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

কর্মহীনদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের কারণে কর্মহীন-গৃহবন্দী হতদরিদ্রদের মাঝে নিজস্ব অর্থায়নের খাদ্যসামগ্রী বিতরণ করেছেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার। ২ এপ্রিল সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে রাস্তায় ও বাড়ি বাড়ি গিয়ে ১০০ জন কর্মহীন হতদরিদ্র ও রিকশা-ভ্যানচালকসহ শ্রমিক শ্রেণির মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তারা।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহামদ সারোয়ার আলম তালুকদার তাদের ব্যক্তিগত তহবিলের অর্থ থেকে প্রত্যেক পরিবারের মাঝে ২ কেজি চাল, এক কেজি আলু, আধাকেজি লবণ ও একটি সাবান বিতরণ করেন এবং করোনাভাইরাস সংক্রান্ত জনসচেতনতামূলক দিকনির্দেশনা দেন।